সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধনকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন উপলক্ষে দূতাবাসের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ সভার সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বিবৃতিতে বলেন, নাগরিকদের দৈনন্দিন বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব রয়েছে। সরকারের প্রবাসী-বান্ধব নীতির অংশ হিসেবে নির্বাচন কমিশন, আইডিইএ প্রকল্প এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দূতাবাসগুলোতে ধাপে ধাপে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটি নির্ভূল ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। এর ফলে প্রবাসীদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়।
এজন্য তাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার লক্ষ্যে রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলকে ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ দেয়া সম্পন্ন করা হয়েছে।
জাবেদ পাটোয়ারী আরো বলেন, সবার হাতে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের সবাইকে স্মার্টকার্ড সেবা দিতে দূতাবাস প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য,দূতাবাসে জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে ফরম পূরণের সিস্টেম (https://services.nidw.gov.bd) ইতোমধ্যে লাইভ করা হয়েছে। বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমও চালু করা হবে।
প্রবাসীরা সৌদি আরবে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম চালুর জন্য সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। প্রবাসীরা যাদের পাসপোর্টে বয়স বা নাম ভুল রয়েছে, জাতীয় পরিচয়পত্রে তা ঠিক করে দেয়ার দাবি জানান।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান বাংলাদেশ থেকে প্রস্তুত করে আনা স্মার্টকার্ড কয়েকজন প্রবাসী বাংলাদেশির হাতে তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা থেকে আগত আইডিইএ প্রকল্প এবং নির্বাচন কমিশন সচিলবালয়ের কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post