কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলে-মেয়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন তোফাজ্জল হোসেন শাহীন নামের এক সৌদি প্রবাসী। এ দৃশ্য দেখতে দুপুর থেকেই ভিড় করতে থাকেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার বিকেলে উপজেলার ডাহরা গোলপুকুর পাড় মাদরাসা মাঠে স্ত্রী, সন্তান নিয়ে হেলিকপ্টারে অবতরণ করলে আত্মীয় স্বজনরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। হেলিকপ্টারে বাড়ি ফেরা ওই প্রবাসী উপজেলার পুমদি ইউনিয়নের বর্শিকূড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকা তোফাজ্জল হোসেন কয়েকবার বাড়ি ফিরলেও এবারই প্রথম ছেলে-মেয়ের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে বাড়ি ফেরেন।
এর আগে একবার সৌদি মালিককেও নিয়ে আসেন তার নিজ বাড়িতে। কিছুদিন আগে স্ত্রী ও ছেলে মেয়েকে ওমরাহ করতে নিয়ে যান সৌদি আরব। পরে সোমবার দুপুরে বিমানবন্দরে নেমে সেখান থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরেন।
প্রবাসী তোফাজ্জল জানান, ছেলে মেয়ের ইচ্ছা তারা হেলিকপ্টারে বাড়ি ফিরবে। তাই তাদের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি এসেছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post