ভোলার চরফ্যাশনে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরকীয়া প্রেমিকের বাড়ি অনশনে বসেছেন এক প্রবাসীর স্ত্রী। তবে প্রেমিকাকে বাড়িতে দেখে পালিয়েছেন প্রেমিক মেহেদী হাসান উজ্জ্বল। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পরকীয়া প্রেমিক মেহেদী হাসান উজ্জ্বলের বাড়িতে গর্ভের সন্তানের বাবার স্বীকৃতি পেতে অবস্থান নেন ওই নারী। এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর ওই গৃহবধূকে প্রবাসীর বাড়ি থেকে বের করে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন।
স্থানীয়রা জানান, চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ওই নারীর। তাদের সংসারে রয়েছে এক ছেলে সন্তান। এরই মধ্যে গত ১৫ মাস আগে সৌদি আরবে পাড়ি দেন ওই গৃহবধূর স্বামী।
এই সুযোগে ওই নারী পাশের বাড়ির বাসিন্দা যুবক মেহেদী হাসান উজ্জ্বলের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হন। একপর্যায়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী।
এ ঘটনা জানাজানি হওয়ার পর তাকে ঘর থেকে বের করে দেন শ্বশুরবাড়ির লোকজন। পরে ওইদিনই প্রবাসীর স্ত্রী গর্ভের সন্তানের বাবার স্বীকৃতি পেতে পরকীয়া প্রেমিক যুবক উজ্জ্বলের বাড়িতে অবস্থান নেন।
প্রবাসীর বোন বলেন, ১৫ মাস আগে আমার ভাই বিদেশ গিয়েছে। এরই মধ্যে আমার ভাবি ছয় মাসের অন্তঃসত্ত্বা। প্রবাসে ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে বলেছে ভাবিকে ঘর থেকে বের করে দিতে। তাই আমরা তাকে বের করে দিয়েছি।
অনশনে বসা ওই গৃহবধূ বলেন, আমার গর্ভে যার সন্তান আমি তার বাড়িতে অবস্থান নিয়েছি। তার মা আমাকে মেনে নিয়েছেন। পরকীয়া প্রেমিক মেহেদী হাসান উজ্জ্বলের মা জানান, আমি ও আমার ছেলে গৃহবধূ শিউলী বেগমকে মেনে নিয়েছি।
শশীভূষণ থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post