বিভিন্ন চাকরিতে প্রবাসীদের বাদ দিয়ে নাগরিকদের অগ্রাধিকার দিচ্ছে ওমান। নতুন করে আরও দুইটি ক্ষেত্রে প্রবাসীদের কাজ দেওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ওমান নিউজ এজেন্সির বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ পর্যন্ত পরিবহন ও রসদ সামগ্রী বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শুধুমাত্র ওমানিরাই কাজে ঢোকার সুযোগ পাবেন।
পরিবহনমন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ বলেছেন, তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় কাজ করবে।মূলত উল্লেখিত এই দুই খাতের কর্মীদের মধ্যে প্রবাসীর সংখ্যাই বেশি।
তবে ওমান চায়, এসব ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ২০ থেকে ৩০ শতাংশ ওমানি কর্মী নিয়োগ দিতে। পরবর্তীতে প্রতিবছর এর হার বাড়িয়ে শতভাগ ওমানাইজেশন নিশ্চিত করা হবে।
যা ওমানের ভিশন ২০৪০ বাস্তবায়নের অংশ। কারণ ওমান চায়, সরকারি-বেসরকারি প্রতিটি ক্ষেত্রে প্রবাসী নয় বরং ওমানিদের চাকরি নিশ্চিত হোক।এর আগে ক্ষমতা নিয়েই সুলতান হাইথাম বেশকিছু পেশায় প্রবাসী কর্মী নিয়োগে বিধিনিষেধ জারি করেন।
দেশটির নাগরিকদের আরও বেশি চাকরির সুযোগ দেওয়ার লক্ষ্যেই এসব বিধিনিষেধ জারি করা হয়। সেসময় বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা প্রায় ৩৭টি বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় পড়েন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post