কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই চলছে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবারও দেশটির মাহবুলা এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় বহুসংখ্যক আবাসিক আইন লঙ্ঘনকারী প্রবাসীদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর থেকে কুয়েতজুড়ে চিরুনি অভিযান শুরু হয়। যার নাম দেয়া হয়েছে ‘ব্লাক মান্ডে ডাউন’।
গ্রেপ্তারকৃতদের চারদিনের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েতে আজীবন ও উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।
আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসীদের সতর্ক করে বলেন, ২৪ ঘণ্টা চালানো হবে গ্রেপ্তার অভিযান। কেউ পালিয়ে থাকতে পারবে না। প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেয়া হবে।
আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ মার্চ শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ ৩০ জুন শেষ হয়। তিন মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে ৬৫ থেকে ৭০ হাজার মানুষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post