করোনা মহামারিতে এ বছরও ওমানের মাস্কাট ফেস্টিভ্যাল স্থগিত ঘোষণা করেছে মাস্কাট কর্তৃপক্ষ। করোনার মহামারি রোধে ও সতর্কতা অবলম্বনে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ টাইমস অফ ওমানকে দেওয়া এক বক্তব্যে জানায়, করোনা ভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কায় ও দেশে করোনা সতর্কতা অবলম্বনে মাস্কাটে সকল ধরণের উৎসব স্থগিত করা হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বন্ধ থাকবে মাস্কাট ফেস্টিভ্যাল। দেশটির নাগরিক এবং প্রবাসীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে করোনা নিয়ন্ত্রণে আজথেকে ওমানের সকল সীমান্ত বন্ধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কমিটি। নতুন এই করোনা বিস্তার রোধে সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী এক সপ্তাহের জন্য ওমানের সকল সীমান্ত লকডাউনের ঘোষণা দিয়েছে কমিটি। রবিবার (১৭-জানুয়ারি) এক বৈঠকে কমিটি জানিয়েছে, ‘‘করোনার নতুন স্ট্রেনের বিস্তার এবং এই রোগের বিরুদ্ধে দেশের সকল ব্যক্তিকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
করোনার নতুন রূপটি আরো ভয়াবহ উল্লেখ করে কমিটি থেকে বলা হয়, দেশের নাগরিদের সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় মোটা অংকের জরিমানা সহ আইনের মুখোমুখি হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরো কঠোর করা হয়েছে।
আরো পড়ুনঃ ফের চালু হলো ওমান শ্রম মন্ত্রণালয়ের অনলাইন সেবা
মহামারির ভিতরেও ওমানের অনেক প্রদেশে বিভিন্ন সামাজিক ইভেন্ট ও বড় বড় সমাবেশের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে কমিটি। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরণের জনাসমাগম মোটেও কাম্য নয় বলে উল্লেখ করা হয়। করোনা নিয়ন্ত্রণে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post