চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় জুয়েল মাহমুদ নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন জুয়েল। পারিবারিকভাবে নগরের মনসুরাবাদ এলাকার এক মেয়ের সঙ্গে মোবাইলে তার আকদ সম্পন্ন হয়। কথা ছিল জুয়েল দেশে ফিরলে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। গত ৫ জুলাই দেশে ফেরেন তিনি।
এরমধ্যে উভয় পরিবারের সিদ্ধান্তে চলতি মাসের ২৪ তারিখ তাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। তাই স্বজনদের বিয়ের দাওয়াত দিতে বের হন জুয়েল।
কিন্তু বুধবার দুপুরে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বারৈয়ারঢালা ইউনিয়নের ইউপি সদস্য শামীম সারোয়ার বলেন, আগামী ২৪ জুলাই জুয়েলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ বাড়ি নিয়ে যায় পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post