অনেক দামি বাড়ি, গাড়ি এমন কি দামি জামা-কাপর থেকে শুরু করে প্রতিদিনের নিত্য পণ্যের দাম লাখ থেকে কোটি টাকা উঠতে দেখা যায়। তবে কখনো কোনো পোকার দাম লাখ থেকে কোটি টাকা হবে সেটা কী কেউ কখনো ভেবেছেন ?
অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
‘স্ট্যাগ বিটল’ নামের এক গুবরে পোকার সর্বনিম্ন ৭৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ এক কোটি টাকারও বেশি হতে পারে বলে জানানো হয়েছে। তবে কেন এই সামান্য একটি পোকার দাম এতো বেশি?
মূলত এই পোকার দাম এতো বেশি মানুষের বিশ্বাসের জন্য। প্রচলিত বিশ্বাস, এই পোকা যদি কারও কাছে থাকে, তা হলে তিনি রাতারাতি ধনকুবের হয়ে উঠবেন। কে না চায় ধনী হতে? আর সেই ধনকুবের হওয়ার টানেই কোটি টাকা খরচ করতেও রাজি হয়ে যান অনেকে।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের তথ্যে বলা হয়েছে, এই পোকার ওজন ২-৬ গ্রামের মতো। এদের জীবন সীমা ৩-৭ বছর। পুরুষ পোকাটির দৈর্ঘ্য ৩৫-৭০ মিলিমিটার এবং স্ত্রী পোকার দৈর্ঘ্য ৩০-৫০ মিলিমিটার। তবে এই পোকার ঔষধি গুণও রয়েছে। এই কারণেও এর এতো চাহিদা রয়েছে। জঙ্গলে পড়ে থাকা মরা কাঠের মধ্যে এরা থাকতে পছন্দ করে। গাছের রস, পচা ফল মূলত এদের খাদ্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post