ওমান থেকে আবারও চোরাচালানির মাধ্যমে দেশে স্বর্ণ ঢোকানোর চেষ্টা করা হয়েছে। তবে এবার আর সফল হননি কারবারিরা।
বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের চার কেজি ৪২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪৯৭ ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পাওয়া যায়।
পরে সেগুলো কেটে ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৫০ লাখ টাকা। আটককৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post