ওমানের সিবে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে একটি পুলিশি অভিযানের ভিডিও ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, পুলিশ ও শ্রম বিভাগ যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেছিলো।
ভিডিওতে কর্মকর্তাদেরকে প্রবাসীদের নথিপত্র যাচাই বাছাই করতে দেখা যায়। এছাড়া ধাওয়া খেয়ে অবৈধ প্রবাসীদের কয়েকজনকে দৌড়ে পালাতে দেখা গেছে।
অপর এক বিবৃতিতে ওমান পুলিশ ৩১ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। উত্তর আল শারকিয়্যাহ পুলিশ কমান্ডের হাতে ধরা পড়েন তারা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post