বড় প্রত্যাশা নিয়ে বিমানবন্দরে বিশেষ শাটল বাস সার্ভিস চালুর সপ্তাহ না পেরোতেই সেবা নিয়ে অভিযোগ পাওয়া গেছে।
উদ্বোধনের প্রথম দিন সুনাম কুড়ালেও পরদিন থেকে স্থবির হয়ে গেছে বাসের চাকা।
অনেক প্রবাসী বিমানবন্দর থেকে বাসে উঠেও কাঙ্খিত সেবা না পেয়ে বিকল্প পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
প্রবাসীরা বলছেন, যে আশা নিয়ে তারা শাটল বাসের জন্য এতদিন অপেক্ষা করেছেন তা এখনো যথাযথ বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্টদের তদারকি চেয়েছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post