প্রবাসীদের সংগঠন “রেমিট্যান্স ফাইটার্স অব বাংলাদেশ “এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির ফাউন্ডার এম. রহমান মাসুমের সভাপতিত্বে এবং আলী আমজাদ খাঁনের পরিচালনায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার ব্যক্তিত্ব এ.এম.জিয়া হাবিব আহসান, এছাড়াও কানাডা থেকে যুক্ত ছিলেন কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব আজহারুল হক্ব।
আরো পড়ুনঃ বাংলাদেশে আসছেন ওমানের সুলতান!
অনুষ্ঠানে অতিথিগণ প্রবাসীদের নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন। সেইসাথে সংগঠনটির আগামীর পথচলায় দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন নবগঠিত কমিটির বিশেষ উপদেষ্টা জিয়াউল আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান, মিজান ফরহাদী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল ভূঁইয়া বাংলাদেশ বিষয়ক সম্পাদক এ.আর.টিটু প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post