ওমানের সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক সংগঠন “ইসলামী সাংস্কৃতিক ফোরাম” ওমানের ২০২০-২১ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মরুর দেশেও ইসলামী সাংস্কৃতিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমানের শিল্পীরা।
বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা করা ও দেশীয় সুস্থ সাংস্কৃতি প্রবাসীদের মাঝে তুলে ধরার মধ্য দিয়ে দীর্ঘদিন যাবত ওমানে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনটি ওমানের বাংলাদেশী কমিউনিটির মাঝে সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে।
মঙ্গলবার (৫-জানুয়ারি) ওমানের মাতরাহ অঞ্চলের একটি রেস্টুরেন্টে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হাফেজ মাহবুবুর রহমান কে তৃতীয় বারের মতো সভাপতি ও মোস্তফা কামালকে সহ সভাপতি এবং শাহাদাত হোসেন ভাসানীকে সেক্রেটারী করে ২১ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও সংগঠনের বিভিন্ন পদে যারা আছেন, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মাহমুদ, কামরুল হাসান সাকী,হাফেজ সাইফুল্লাহ, রায়হান কবির, ক্বারী ইব্রাহিম, ক্বারী মুফাসসল সাফিন, হাবিবুর রহমান হাসান, হাফেজ জাকারিয়া, হাফেজ ইয়াসিন রনি, আমির বিন সুলতান, রমজান আল রহিদ, আশরাফুল হাসান, আহমাদ উল্লাহ, রায়হান সুবহী, ইয়াসিন আরাফাত, মুহাম্মাদ আরেফিন ও তাহসিন মামুন।
আরো পড়ুনঃ বাংলাদেশে আসছেন ওমানের সুলতান!
এতে ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ ও রাখা হয়েছে। ওমানের বিশিষ্ট ব্যবসায়ী শেখ সলিমুল্লাহ সেলিম, হাজি ইউসুফ মোল্লা, মাওলানা মির আহমেদ মিরু, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা ওবায়দুল করিম কে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে নতুন কমিটিতে। নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছে ওমানের বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠনের নেতাকর্মীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post