বিশ্বব্যাপী ফের ভয়াবহ রূপ নিচ্ছে মহামারী করোনা। টিকা দিয়েও লাগাম টানা যাচ্ছে না করোনার। এ অবস্থায় আবারও কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য লেবানন সহ বিশ্বের বিভিন্ন দেশ।
ইতিমধ্যেই করোনার এই নতুন ধরন শনাক্তের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউন ঘোষণা করেছে স্কটল্যান্ডও।
বিশ্বের অন্যান্য দেশের মতো মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও ফের ঊর্ধ্বমুখী মহামারী করোনা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৯০ জন, যা গতকালের তুলনায় ১০ জন বেশি আক্রান্ত হয়েছে আজ।
মঙ্গলবার (৫-জানুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৭৭৪ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৪০৬ জন। যা মোট আক্রান্তের ৯৪.৩ শতাংশ রোগী এখন সুস্থ।
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেশ ঊর্ধ্বমুখী রয়েছে ওমানের করোনা। ইতিমধ্যেই আক্রান্ত ঊর্ধ্বমুখী হওয়ার কারণে সুস্থতার সূচক কমতে শুরু করেছে। গত ৩ দিনে ৩ পয়েন্ট নেমে এসেছে সুস্থতার সূচক। গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা মাত্র ৩৪ জন। গত সপ্তাহের তুলনায় দিগুণ বেড়েছে আক্রান্ত।
আজ ওমানে কোনো মৃতের খবর পাওয়া না গেলেও দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫০২ জন। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১২ জন, যা গতকালের তুলনায় ৮জন বেড়েছে আজ। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭০ জন।
আরো পড়ুনঃ করোনার নতুন সঙ্ক্রামন থেকে যেভাবে বাঁচবেন
যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ২৬ জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post