সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে শামীম হোসেন (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) সকালে দুবাই আল নাহদার এনএমসি হাসপাতালে তিনি মারা যান।
শামীম হোসেন জয়পুরহাট জেলা সদরের হিচমি বাজারের বাসিন্দা আনিসুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে দুবাই ট্যাক্সি কর্পোরেশনে কর্মরত ছিলেন তিনি।
সহকর্মীরা জানান, শামীম হোসেন রাতে গাড়ি চালাতেন। ভোরে ডিউটি শেষ করে জিমে শরীর চর্চা করছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে জিমে থাকা অন্যান্যরা এগিয়ে আসেন।
এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক আল নাহদা এনএমসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়। শিগগিরই যথাযথ প্রক্রিয়া শেষ করে তার মরদেহ দেশে প্রেরণ করা হবে বলে জানা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post