লিবিয়ায় অপহৃত নাটোরের চার যুবককে উদ্ধারের জন্য মুক্তিপণের টাকা ব্যাংকে দেয়ার আগ মুহূর্তেই তাদের উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে চার অপহরণকারীকেও আটক করা হয়েছে।
উদ্ধারের পর পরিবারের কাছে একটি ভিডিও বার্তাও পাঠান অপহরণের শিকার সোহান। রোববার বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে উদ্ধার হয় অপহৃত সোহান প্রাং, সাগর হোসেন, নাজিম আলী ও বিদ্যুৎ হোসেন।
উদ্ধার হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর পরিবারগুলোর সঙ্গে দেখা করেছে পুলিশ। অপহরণের বিষয়টি জানার পরই স্থানীয় পুলিশ সুপার বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করেন। সরকারের তৎপরতায় তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।
লিবিয়ার স্থানীয় প্রশাসনের হাতে আটক চার অপহরণকারীর মধ্যে ২ জন লিবিয়ান ও ২ জন বাংলাদেশি বলেও জানান তিনি। এদিকে নিজেদের স্বজনদের উদ্ধার হওয়ার খবরে আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে পরিবারগুলোতে। ফিরে এসেছে স্বস্তি।
দুই বছর আগে ওই প্রবাসীরা লিবিয়ায় যান। তারা চারজন সম্পর্কে আত্মীয় এবং একসঙ্গেই থাকতেন। গত ২ জুন রাতে লিবিয়া থেকে তাদের অপহরণ করা হয়। পরিবারের কাছে চাওয়া হয় ৪০ লাখ টাকা মুক্তিপণ।
এই মুক্তিপণের টাকা পেতে পরিবারের কাছে ভিডিও কল দিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের সহযোগিতা চায় পরিবারগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post