ফেসবুকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো এবং নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে একটি প্রতারক চক্র। এ ধরনের ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ এবং ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের নজরে এসেছে।
এসবের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া নিয়োগে ‘পাসপোর্ট চেকার’ পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার নামে কোনো পদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেই। প্রতারক চক্রটি ১ হাজার ২৫০ টাকায় বিমান-এ চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিশিয়াল ওয়েবসাইট (www.biman.gov.bd) এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে সংস্থাটি।
এতে আরো বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত, তাই অনুমতি ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিমান বাংলাদেশ জানায়, নাম ও লোগো ব্যবহার করা এসব ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post