চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ মে) মো. লুতফার রহমান নামের ৬৫ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান।
হজযাত্রীর পাসপোর্ট নম্বর-এ১২৯৬৯৩০৮।গতকাল মঙ্গলবার রাতে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশী আরও দুই হজযাত্রীর মৃত্যু হয়েছে। এবারের হজ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত হজে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post