আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া হজের সময় সৌদি আরবের তাপমাত্রা অনেক বেশি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সৌদি ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজির প্রধান আয়মান গোলামও বিশেষ বার্তা দিয়েছেন।
হজে উচ্চ তাপমাত্রার জন্য প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়ে তিনি বলেন, এ বছর হজের মৌসুম চলবে জুনের ২৪ থেকে ২৯ তারিখ। ফলে হজের মৌসুম বছরের সবচেয়ে গরম সময়ে পড়েছে।
বছরের এই সময়ে সাধারণত সৌদি আরবে তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা দুটোই অনেক বেশি থাকে। ফলে হজে অংশগ্রহণকারীদের সতর্ক থাকতে অবহিত করা হয়েছে। হজ করতে আসা মুসল্লিদের ওপর তীব্র গরমের প্রভাব কমাতে বেশকিছু পরদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে, গত বছরও মক্কার প্রচণ্ড তাপ ও গরমে হিটস্ট্রোকের শিকার হয়েছেন অনেকে। এছাড়া কয়েকলাখ হজযাত্রী তীব্র গরমজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতাল এবং অস্থায়ী স্বাস্থ্যশিবিরগুলোতে চিকিৎসাসেবা নিয়েছেন। গরমে মারা যাওয়া হাজিদের মধ্যে বাংলাদেশিও ছিলেন বেশ কয়েকজন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post