মুসলিম বিশ্বের বাইরেও শিশুদের নাম ‘মোহাম্মদ’ রাখার দিক থেকে যুক্তরাজ্য এখন অনেক এগিয়ে।
ব্রিটেনে ছেলে শিশুদের নাম হিসেবে ‘মোহাম্মদ’ বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে।গত শনিবার সরকারি তথ্য ঘেঁটে এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়েছে, দেশটির নতুন রাজা চার্লসের নাম মাঝখানে ছেলে শিশুদের জনপ্রিয় ১০০ নামের তালিকায় স্থান করে নিয়েছিল। কিন্তু এখন, আর আগের অবস্থানে নেই এই নামটি। ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম রাখার প্রবণতাও বাড়ছে।
ব্রিটেনে ছেলেদের শীর্ষ ১০ নাম
নূয়াহ, মোহাম্মদ, জর্জ, অলিভার, লিও, আর্থার, অস্কার, থিওডোর, থিও এবং ফ্রেডি।
বিবিসির প্রতিবেদন বলছে, মেয়ে শিশুর নাম হিসেবে ‘অলিভিয়া’ জনপ্রিয়তার শীর্ষে আছে। আর ছেলে শিশুর নাম ‘নূয়াহ’ (Noah) বা ‘নূহ’ শীর্ষে আছে। নূয়াহ বর্তমানে শিশুর নাম হিসেবে ইংল্যান্ড এবং ওয়েলসের সবচেয়ে জনপ্রিয়।
চার্লসের সন্তানদের মধ্যে ‘উইলিয়াম’ নামটি এবার তিন ধাপ নেমে ২৪তম স্থানে। ‘হ্যারি’ শীর্ষ দশ থেকে ১৫তম স্থানে নেমে আসে।
মেয়েদের শীর্ষ ১০ নাম
অলিভিয়া, অ্যামেলিয়া, ইসলা, আভা, লিলি, আইভী, ফ্রেয়া, ফ্লোরেন্স, ইসাবেলা এবং মিয়া।
মেয়েদের নামের তালিকায় একসময়ের শীর্ষ জনপ্রিয় নাম ‘এলিজাবেথ’ এখন ৬০তম অবস্থানে রয়েছে। অন্যদিকে ভিক্টোরিয়া, যা ২০১৭ সালে শীর্ষ ১০০-তে স্থান পেয়েছিল, এবার সেই নাম বাদ পড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post