তীব্র গরমে পুড়ছে ওমান। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দাবদাহের প্রখরতাও। দেশটির বেশ কয়েকটি প্রদেশে গত কয়েকদিন যাবত ৪০ ডিগ্রির উপরে উঠছে তাপমাত্রা। অন্যান্য অঞ্চলের মধ্যে বারকায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, রুস্তাকে ৪২.৫ ডিগ্রি, সুইক এবং ওয়াদি আল মাওয়াউইলে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর সুর এবং ইব্রায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি পর্যন্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপপ্রবাহ এক আশঙ্কাজনক পর্যায়ে পৌছাচ্ছে। ওমানও সেই ক্ষতি থেকে রেহাই পাচ্ছেনা। সাম্প্রতিক সময়ে ওমানে আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় আগের যে কোনো সময়ের তুলনায় নিয়মিত দেখা যাচ্ছে। প্রায়ই ভারী বৃষ্টি, বন্যা এবং ধূলিঝড়ের কবলে পড়ে প্রাণহানির খবর আসছে।
ওমান আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে জাবাল আল শামস এলাকায়। অঞ্চলটিতে রোববারের তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উল্লেখযোগ্য অন্যান্য অঞ্চলের মধ্যে সালালায় ৩৩ ডিগ্রি এবং সাইকে ২৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের সময়ে প্রবাসী কর্মীদের রোদ থেকে দূরে থাকার পাশাপাশি বেশি বেশি পানি পান এবং পর্যাপ্ত বিশ্রামের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post