কুয়েতের রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই দেশটিতে সফরে গিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক।
সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়েত পৌঁছান সুলতান। এরপর মঙ্গলবার পর্যন্ত দুই দেশের মধ্যে অন্তত চারটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে।
সুলতানের এবারকার কুয়েত সফরকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। কারণ তিনি এমন এক সময়ে দেশটিতে পৌঁছেছেন যার মাত্র কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন আমির।
সোমবার কুয়েতের সীমানায় প্রবেশের পরপরই দেশটির বিমান বাহিনী সুলতানকে এস্কোর্ট দিয়ে দেশটির আমিরি এয়ারপোর্টে নিয়ে যায়। এরপর বিমানবন্দরের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে সুলতানকে আমিরি হলের ডায়েসে নিয়ে যান আমির শেখ মেশাল।
সেখানেই প্রথাগত উপায়ে সুলতানকে স্বাগত জানানো হয়। সুলতানের দুই দিনের এই সফরে কুয়েত ও ওমানের একাধিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে।
এছাড়া সুলতানের সম্মানে আমির শেখ মিশাল আল আহমাদের প্রীতি নৈশভোজের আয়োজন ছিলো সফরের উল্লেখযোগ্য দিক। এদিনই আমিরের সঙ্গে বৈঠক করেন সুলতান হাইথাম।
নিজেদের সাক্ষাত আলোচনায় একে অপরের দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করেন তারা। এসময় তারা দীর্ঘদিনের পারস্পরিক সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post