হজযাত্রীসহ হজের সব ধরনের ভিসা আগামীকাল মঙ্গলবার থেকে চলতি বছরের মতো বন্ধ করে দিচ্ছে সৌদি আরব সরকার।
এ জন্য আজ সোমবারের মধ্যে সংশ্লিষ্ট লিড ও সমন্বয়কারী এজেন্সিকে ভিসার জন্য আবেদন করতে বলেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রবিবার ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
হজ মিশন ভিসা প্রসঙ্গে প্রঙ্গাপনে বলা হয়েছে, ২০২৪ সালের হজে অংশগ্রহণকারী এজেন্সি/লিড এজেন্সির মোনাজ্জেম এবং সমন্বয়কারী এজেন্সিকে (যাদের নিবন্ধিত হজযাত্রী ১০০ বা এর বেশি) নির্ধারিত পদ্ধতিতে হজ মিশন ভিসা দেওয়া হচ্ছে।
গতকাল পর্যন্ত লিড এজেন্সির ১৯২ জন মোনাজ্জেম এবং ৪৭টি সমন্বয়কারী এজেন্সির অনুকূলে মিশন ভিসার জন্য জিও জারি করা হয়েছে।
আগামীকাল ৭ মের পর সৌদি সরকার ভিসা দেওয়া বন্ধ করে দেবে। যেসব লিড এজেন্সি এবং সমন্বয়কারী এজেন্সি যারা এখনো ভিসার জন্য টাকা জমা বা আবেদন করেনি, তাদের আজকের মধ্যে আবেদন/টাকা জমার মূল স্লিপ জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত ৩০ এপ্রিল চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারীদের ভিসা আবেদনের সময় ৭ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর আগে হজযাত্রীদের ভিসা আবেদনের শেষ সময় ছিল ২৯ এপ্রিল পর্যন্ত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post