হজ নিবন্ধন বলতে সৌদি আরব সরকার কতৃক নির্দেশিত নিয়মানুযায়ী হজ যাত্রার জন্য আবেদন করাকে বুঝায়। এই নিবন্ধন প্রক্রিয়া সাধারণত হজ যাত্রার কয়েক মাস আগে থেকে শুরু হয়। আগ্রহীরা নিজ নিজ দেশের হজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে নিবন্ধন করে থাকে।
হজ নিবন্ধনের ক্ষেত্রে আগ্রহী যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করে নিজেদের হজ যাত্রা নিশ্চিত করতে হয়।
হজ নিবন্ধন যাচাই করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে। হজ ট্র্যাকিং নম্বর, পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্ব, হজ যাত্রার লাইসেন্স নম্বর। এই গুলোর মধ্যে যেকোনো একটি তথ্য দিয়ে আপনি হজ নিবন্ধন যাচাই করতে পারবেন।
হজ নিবন্ধন যাচাই করার নিয়ম
হজ নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে ভিজিট করুন https://prp.pilgrimdb.org এই ওয়েবসাইটে। এখানে অনুসন্ধান অপশনে যান। সার্চ বক্সে আপনার Tracking Number অথবা Passport Number লিখে সার্চ করলে হজ নিবন্ধন যাচাই করতে পারবেন।
হজ নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তা
প্রতিবছর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ হজ যাত্রার উদ্দেশ্যে আবেদন করে। সকল কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করে। নিবন্ধন করার ক্ষেত্রে অনেকেই নিজ নিজ দেশের বিভিন্ন বেসরকারি এজেন্সি বেছে নেয় যা সবসময় ট্রাস্টেড হয় না।
আজকাল হজ নিবন্ধন নিয়েও প্রতারণার মতো ঘটনা বেড়েই চলছে। ফলে অন্য দেশে গিয়ে প্রতারণা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে যাত্রার পূর্বে নিজ দায়িত্বে হজ নিবন্ধন যাচাই করে নিলে এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আপনার নিবন্ধনটি আসল নাকি নকল তা হজ নিবন্ধন যাচাই করার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। যদি আপনার করা নিবন্ধন আসল হয় তাহলে নিবন্ধন যাচাই করার সাথে সাথে আপনার সকল তথ্য সঠিকভাবে দেখতে পারবেন। তখন আপনি নিশ্চিত হতে পারবেন। এজন্যই হজ নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post