ওমানে পুলিশের পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ।
গ্রেপ্তারকৃতদের প্রধান টার্গেট ছিলেন প্রবাসীরা। বৃহস্পতিবার দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আল বাতিনাহ পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারক চক্রকে হাতেনাতে গ্রেফতার করে। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করতেন।
যেহেতু পুলিশের পোশাক পরিহিত থাকতেন তাই প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করতেন না। একইসাথে তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগও আনা হয়েছে।
প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, এই ধরণের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন। এছাড়া সবধরণের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে।
যদিও ওমানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করে প্রতারণার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের ব্যংকের গোপন তথ্য হাতিয়ে নিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post