ওমানে বর্ণাঢ্যভাবে বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে শুক্রবার বিকেল ৩ টা থেকে পাঁচ তারকা বিশিষ্ট আল নাহাদা রিসোর্টে এই মেলা অনুষ্ঠিত হবে।
এতে থাকছে দেশীয় ঐতিহ্যের খেলা, বিনোদন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যা চলবে রাত ১০ টা পর্যন্ত। এতে পৃষ্ঠপোষকতা করছে জনপ্রিয় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ।
এই মেলায় থাকবে দেশের প্রতিটি অঞ্চলের খাবারের দোকান। স্টল বুকিং দিয়েছে ব্রান্ডেড কয়েকটি রেস্টুরেন্ট। যেখানে পাওয়া যাবে কম খরচে প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার।
আরও থাকছে অগণিত দেশীয় পণ্যের সমাহার। থাকবে পিঠা, মেহেদি কর্নার ও শপিংয়ের সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, ওমানের মাটিতে এই বৈশাখী মেলাই প্রমাণ করবে দেশীয় সংস্কৃতি বিকাশে প্রবাসীরা কতটা আন্তরিক।
এর আগে সোশ্যাল ক্লাবের কনফারেন্স হলে ক্লাবের চেয়ারম্যানের সভাপতিত্বে ক্লাবের নির্বাহী সদস্য ও কমিউনিটি নেতাদের সঙ্গে এক পরামর্শ সভার আয়োজন করা হয়।
এর পর থেকেই মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে বিরামহীন চেষ্টা চালিয়েছে কালচারাল সাব কমিটি। দীর্ঘদিন ধরেই চলেছে রিহার্সেল। নাচ, গান, কৌতুক, ড্রামা -দর্শকপর্বসহ আনন্দে উত্তাল থাকবে বৈশাখী মেলা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
