পর্যটন শিল্প উন্নয়নের জন্য আতিথেয়তা ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে ৩ লাখ ১০ হাজারটি হোটেল কক্ষের নির্মাণকাজ সম্পন্নের পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের দেশটি।
পর্যটন খাতকে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় হোটেলের সক্ষমতা বাড়াতে যাচ্ছে দেশটি।
কনসালটেন্সি প্রতিষ্ঠান নাইট ফ্রাংকের তথ্যানুসারে, ২০৩০ সালের মধ্যে আরও তিন লাখ ২০ হাজার হোটেল কক্ষ বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি।
নাইট ফ্রাংকের তথ্যমতে, চলতি দশকের শেষে দেশটিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ১৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। ফলে এ সময় নতুন করে হোটেল কক্ষের সংখ্যা বাড়াতে হবে। এর মধ্যে ৬৬ শতাংশ হবে বিলাসবহুল, উচ্চশ্রেণির।
এছাড়া ২০৩০ সাল নাগাদ সৌদির পর্যটন খাত ৭২ শতাংশ বাড়বে। ফলে এ সময়ে ২ লাখ ৫১ হাজার ৫০০ হোটেল কক্ষের চাহিদা দেখা দেবে।
২০২৩ সালের শেষে সৌদি আরবে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যাবে। দেশটির জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৬ শতাংশ। যা এ দশকের শেষে ১০ শতাংশে উন্নীত করার জন্য পদক্ষেপ অব্যাহত রেখেছে দেশটির সরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল নাগাদ সৌদি আরবের পবিত্র নগরীতে ধর্মীয় পর্যটকের সংখ্যা ৩০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। আর এ সংখ্যা ২০৩০ সাল নাগাদ ৫০ মিলিয়নে গিয়ে পৌঁছাবে।
সৌদি আরবের পর্যটন খাতে ২0২৩ সালে প্রথমার্ধে ব্যয় বেড়ে ৮৭ বিলিয়ন রিয়ালে পৌঁছেছে। যা আগের বছর ২০২২ সালের তুলনায় ১৩২ শতাংশ বেশি। এছাড়া এ সময়ে আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ১৪২ শতাংশ বেড়েছে। এ সময় ১৪ দশমিক ৬ মিলিয়ন পর্যটক দেশটিতে এসেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post