৩ দিনেও উন্নতি হয়নি ওমানের বন্যা পরিস্থিতির। রবি ও সোমবারের ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবারও দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে।
এদিকে বুধবারও গোটা দিন বাদলমুখর আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস মেনে ইতোমধ্যেই এদিন ধোফার ও আল উস্তা ব্যতিত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।
ব্যাপক বৃষ্টিপাতের পর বন্যার পানিতে নিম্নাঞ্চলের সড়ক, দোকানপাট ও বাসাবাড়ি তলিয়ে গেছে। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, প্রবাসীসহ এখনো পর্যন্ত ২০ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় স্কুল শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষকে উদ্ধার করেছে রেস্কিউ টিমের সদস্যরা।
মঙ্গলবার ঝুঁকির মাত্রা বিবেচনায় মুসান্দাম, আল বুরাইমি, আল ধাহিরাহ, উত্তর আল বাতিনাহ ও আল দাখিলিয়ায় কর্মীদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়।
অন্যান্য অঞ্চলেও অফিস কার্যক্রম সুবিধাজনক এবং প্রয়োজনে অনলাইনে সম্পন্ন করার পরামর্শ দিয়েছিলো সরকার। বুধবারও অঞ্চলভেদে এই ছুটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে।
সময় বাড়ার সাথে সাথে বন্যা কবলিতদের উদ্ধারে তৎপরতাও বাড়ানো হয়েছে। হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম। ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে কৌশলী অপারেশন দেখা গেছে মঙ্গলবারও।
যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। সবশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান এই বৈরী আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post