বিশ্বব্যাপী করোনার ভয়াবহ তাণ্ডব শুরু হলেও অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে ওমানের করোনা পরিস্থিতি। দেশটিতে কমছে আক্রান্তের হার এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। এদিকে চলতি মাসে করোনা ভ্যাকসিন পাওয়ার কথাও জানিয়েছে দেশটি। সবকিছু মিলিয়ে করোনা মহামারী কাটিয়ে নতুন সূর্য উদিত হতে যাচ্ছে ওমানে এমনটাই প্রত্যাশা করছেন সবাই।
আরো পড়ুনঃ ওমানে আজথেকে খুলছে সকল প্রতিষ্ঠান
মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ২০৯ জন। যা গতকালের তুলনায় ৬জন কমেছে আজ। এদিকে নতুন মৃত হয়েছে ৭ জনের, যা গতকালের তুলনায় ২ জন বেড়েছে আজ।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৯০৮ জন এবং মৃত ১ হাজার ৪৩০ জন। অপরদিকে দেশটিতে নতুন ২২৫ জন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৪৪১ জন, যা মোট আক্রান্তের ৯৩.১ শতাংশ রোগী এখন সুস্থ।
আরো পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে সুখবর দিলো ওমান
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ জন সহ এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৯৯ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ১০৫ জন।
এদিকে দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে আজথেকে খুলে দেওয়া হয়েছে দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান। আজ ওমান সুপ্রিম কমিটির বৈঠকে সপ্তম পর্যায়ে দেশটির সিনেমা হল সহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post