জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে রান্না করা এক টুকরো মাংসের গায়ে ‘আল্লাহু’ লেখা ভেসে উঠেছে।
এ নিয়ে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার অনেকে উৎসুক জনতা আল্লাহু লেখা মাংস একনজর দেখার জন্য ভিড় করে।
জানা যায়, দক্ষিণ দামোদরপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র ব্যবসায়ী মজনু মিয়া মঙ্গলবার সকালে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার থেকে গো-মাংস কেনেন। ওই মাংস সন্ধ্যায় মাংস রান্না করেন।
ইফতার শেষে মজনু মিয়া খেতে বসলে দেখেন মাংসের দুই পাশে স্পট আল্লাহ দেখা। এতে সে হতবাক হয়ে যায়। এ কথা দ্রুত ছড়িয়ে পড়লে চারদিক থেকে আশপাশের লোকজন মজনু মিয়ার বাড়িতে ভিড় জমিয়ে আল্লাহ লেখা মাংস দেখেন।
পাশের বাড়ির রুবেল মিয়া বলেন, এটি একটি আজব ঘটনা। আগে অনেকের মুখে শুনেছি। এবার নিজ চোখে দেখলাম। যে দেখে সেই বুঝতে পারে- এ দুনিয়াতে আল্লাহর কুদরত।
মাংসের উপরে আল্লাহ লেখার বিষয়ে আব্দুল কাদের বলেন, আমরা তো সঠিকভাবে আরবি লেখা বুঝি না। আরবি জানা কাউকে দেখানো দরকার। সেই সঠিক বলতে পারবে।
কুলপাল চরের মনোয়ার মাস্টার বলেন, বিষয়টি শুনেছি। এটি একটি ধর্মীয় বিষয়। সঠিক কিছু না জেনে ব্যাখ্যা দেয়া যায় না। অনেক স্থানে এসব ঘটনার খবর পাওয়া যায়। এখন দেখি নিজ গ্রামের ঘটলো।
মজনু মিয়ার চাচা ব্যবসায়ী শাহজামাল বলেন, আমি বাড়ি ছিলাম না। রাত ৯টার দিকে বাড়ি ফিরে বিষয়টি দেখলাম। এক টুকরো মাংসের দুই পাশে ‘আল্লাহু’ সদৃশ লেখা দেখে আমি হতবাক হয়ে গেলাম।
এটা আল্লাহ পাকের একটি নিদর্শন বা কুদরত বলা যেতে পারে। সৃষ্টিকর্ত মানুষকে হেদায়েত দিতে মাঝে মধ্যে এমন বিস্ময় সৃষ্টি করে থাকেন। এ থেকে আমাদের শিক্ষা নেয়া উচিৎ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post