পরকীয়া প্রেমের জেরে শাহনাজ পারভীন (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিক রাজুর (২৭) বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শাহনাজ পারভীন একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তাদের ৬ বছরের একটি মেয়ে ও একটি ৪ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে শাহনাজের স্বামী মজিদ গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে কাজ করার সুবাদে ঢাকায় থাকতেন। দুই বছর আগে প্রতিবেশী আইনুলের ছেলে রাজুর (২৭) সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ। এক সময় কোনো এক কারণে তাদের পরকীয়া প্রেম ভেঙে যায়।
এদিকে ঈদের দিন বৃহস্পতিবার সকালে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেলে আগে থেকে ক্ষিপ্ত হয়ে সুযোগের সন্ধানে থাকা রাজু তার বাড়িতে যায়। এর মাঝে শাহনাজের বড় মেয়ের সামনে শয়ন ঘরে রাজু ধারাল দেশী অস্ত্র (ছুরি) দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গলা কেটে দিয়ে পালিয়ে যায়। এদিকে শিশুটির কান্না ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে শাহনাজের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদে খবর দেয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় পর মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক রাজু পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টাসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post