ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা সম্প্রতি হায়দরাবাদে বহুল আলোচিত রমজান এক্সপো ‘দাওয়াতে রমজান’-এ অংশ নিয়েছিলেন। তার বোন আনাম মির্জা এ ইভেন্টের আয়োজক।
ইভেন্টে এসে সানিয়া ভক্ত এবং অনুগামীদের সাথে আলাপচারিতায় সকলকে এক্সপোতে যাওয়ার আগে নামাজ পড়াকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেন।
ইনস্টাগ্রামে প্রচারিত একটি ভাইরাল ভিডিও নামাজের গুরুত্বের ওপর জোর দিয়ে উপস্থিতদের উদ্দেশে সানিয়া মির্জার বার্তা ক্যাপচার করে।
তিনি বলেন, ‘ইবাদতও করুন, তারাবিতেও যাবেন। তারাবির আগে এখানে আসবেন না। আমাদের এখানে তাহাজ্জুদ পড়ারও জায়গা রয়েছে। দর্শকদের উৎসবে যোগদানের আগে নামাজ আদায়ে উৎসাহিত করেন সানিয়া।
দাওয়াতে রমজান এক্সপো বর্তমানে গুডিমালকাপুরের কিংস প্যালেসে চলছে। ২৭ মার্চ শুরু ইভেন্টটি ১০ এপ্রিল পর্যন্ত চলবে।
এক্সপোতে খাবার, পোশাক, গয়না সহ বিভিন্ন পণ্য প্রদর্শনের বিস্তৃত স্টল রয়েছে।
দর্শকরা রমজানের চেতনায় ডুবে থেকে কেনাকাটার পাশাপাশি হালিম, কাবাব, বিরিয়ানি এবং মিষ্টির মতো মনোরম আনন্দের স্বাদ নিতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post