অক্টোবরের শেষ অবধি ওমানে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৭০৮ জন। দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য জাতীয় কেন্দ্র (এনসিএসআই) এই তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এ বছরের প্রথম দশ মাসে নিবন্ধিত মোট শিশু জন্মের সংখ্যা ৬৬ হাজার ৯৩২ জন। যার মধ্যে ওমানি শিশুর পরিমাণ ৬১ হাজার ৬১ জন (৩০ হাজার ৯১২ জন ছেলে ও ৩০ হাজার ১৪৯ জন মেয়ে শিশু)।
পরিসংখ্যান ও তথ্য জাতীয় কেন্দ্র (এনসিএসআই) আরো জানিয়েছে, এই বছরে মোট প্রবাসী শিশু জন্মের পরিমাণ ৫ হাজার ৮৭১ জন। যার মধ্যে ৩ হাজার ১১০ জন ছেলে ও ২ হাজার ৭৬১ জন মেয়ে)
আরো পড়ুনঃ ম্যারাডোনার মৃত্যুতে ওমান সুলতানের শোঁক
বছরের শুরু থেকে অক্টোবরের শেষ অবধি ওমান জুড়ে মৃত্যুর সংখ্যা ছিল ৮ হাজার ৭০৮ জন যাদের মধ্যে ৭ হাজার ১৪৭ জন ওমানি নাগরি। দেশটিতে গত বছর জুরে মোট ওমানি নাগরিক মারা গিয়েছেন ৮ হাজার ৮৬ জন। যাদের মধ্যে ৪ হাজার ১৫৫ জন পুরুষ এবং ২ হাজার ৯৪৪ জন মহিলা এবং প্রবাসী মারা গিয়েছেন ১ হাজার ৪৯৯ জন। যাদের মধ্যে ১ হাজার ২২৬ জন পুরুষ এবং ২৬৯ জন মহিলা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post