ওমানে অধিকহারে টিউবারকিউলোসিস বা টিবি রোগে আক্রান্ত হয়ে পড়ছেন প্রবাসীরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, গত বছর ওমানে মোট ৪৯০ টি মরণঘাতি টিবি রোগ শনাক্ত হয়েছে যার মধ্যে ৯৯ জন ছাড়া বাকি সবাই প্রবাসী।
এসময়ে রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৮ জন ব্যক্তি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র’র টিবি বিশেষজ্ঞ ড. ফাতিমা আল ইয়াকুবি বলছেন- ওমানিদের তুলনায় প্রবাসীদের মধ্যে টিবি আক্রান্তের হার অনেক বেশি।
বিশেষ করে যারা হাই টিবি আক্রান্ত দেশগুলো থেকে আসছেন তারা এই রোগটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছেন।
টিউবারকিউলোসিস বা টিবি রোগের কারণ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামে এক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুসে আক্রমণ করে, কিন্তু টিবির ব্যাকটেরিয়া দেহের যে কোনও অঙ্গেই রোগ ছড়াতে পারে যার মধ্যে পড়ে কিডনি, মেরুদণ্ড ও মস্তিষ্ক।
অবশ্য যাদের দেহে টিবির ব্যাকটেরিয়া থাকে তারা সবাই অসুস্থ নাও হতে পারেন। তবে যদি ঠিকমতো চিকিৎসা না হয় তাহলে এই রোগের কারণে মৃত্যও হতে পারে।
এর আগে ২০২১ সালে টিবি রোগ মোকাবেলায় অধিক পরিমাণে টেস্ট করা, স্বাস্থ্যখাতকে আরও সম্মৃদ্ধ করণের পাশাপাশি জনসচেতনা বৃদ্ধিতে একাধিক কৌশল হাতে নেয় ওমান।
এছাড়া প্রতি মিলিয়নে আক্রান্তের হার ১০০ জনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। হু এর তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে ৪ হাজারেরও বেশি মানুষ টিবিতে আক্রান্ত হয়ে মারা যান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post