সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে ঈদের বাজার। দেশটিতে থাকা প্রবাসীদের সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।
পছন্দমত শার্ট প্যান্ট, শাড়ি, গহনা, কসমেটিকস কিনে নিতে ব্যস্ত বিভিন্ন বয়সীর নারী পুরুষ। বানিজ্যিক নগরী দুবাই, শারজাহ, আজমানসহ প্রতিটি প্রদেশেই ঈদ বাজার নিয়ে প্রবাসীদের এখন বাড়তি আগ্রহ।
প্রায় সব মার্কেটেই ঈদ উপলক্ষ্যে চলছে বিশেষ ছাড়। এছাড়া মার্কেটগুলোতে সব পণ্যের একদাম সুবিধা থাকায় দর কষাকষির ঝামেলা থেকেও মুক্তি মিলেছে। বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদাও আছে প্রচুর।
বিশেষ করে পাঞ্জাবি, লুঙ্গী, টুপি,শার্ট, টিশার্ট দেশীয় প্রবাসীদের যেমন আকৃষ্ট করে তেমনি ভিনদেশের নাগরিকদেরও পছন্দের শীর্ষে আছে এসব বাংলাদেশি পোশাক।
ব্যবসায়ীরা বলছেন, তুলনামূলক বাংলাদেশি কাপড়ের চাহিদা অনেক বেশি। দোকানে কেনাকাটা করতে আসা প্রবাসীরাও সন্তুষ্টির কথা বলছেন।
প্রবাসীদের কেউ পরিবার নিয়ে কেউবা একাই কেনাকাটা করছেন। কেউ কেউ বন্ধুদের জন্য উপহারও কিনতে এসেছেন। জানা গেছে, অনেক প্রবাসী তাদের পছন্দমত জামা কাপড় কিনে কার্গো বা লোকের মাধ্যমে তা দেশে পাঠিয়ে দিয়েছেন।
এমন উৎসবমুখর উপলক্ষেও পরিবার ছাড়া প্রবাসীর সব থেকেও যেন অনেক কিছু নেই, যদিও এই তিক্ত বাস্তবতার সাথেই নিজেদের মানিয়ে নিয়েছেন রেমিট্যান্সযোদ্ধারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post