ওমানের বহুল প্রত্যাশিত আউটপাশের জন্য যে সকল ওমান প্রবাসিরা আবেদন করেছিলেন, আজ তাদের নামের তালিকা প্রকাশ করেছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। যে সকল প্রবাসীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের দেশে ফিরতে আর কোনো বাধা নেই।
এখন শুধুমাত্র কোভিড পরীক্ষা করে এবং যেকোনো এয়ারের টিকিট ক্রয় করেই দেশে ফিরতে পারবেন তালিকাভুক্ত প্রবাসীরা। তবে ফ্লাইটের কমপক্ষে ৭ঘণ্টা পূর্বে মাস্কাট এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের ভিতরে অবস্থিত ওমান শ্রম মন্ত্রণালয়ের অফিসে দেখা করে সকল কাগজ পত্র সম্পূর্ণ করতে হবে।
আরো পড়ুনঃ ওমানে ভালো বেতনে চাকরী খুজুন অনলাইনে
উল্লেখ্য: যাদের রেসিডেন্স কার্ড ব্লক অথবা স্পন্সরের মামলা আছে, তারাও অনলাইনে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে কনফার্মেশন মেসেজে যদি কোনো ধরণের সমস্যা উল্লেখ না করা হয়, তাহলে আপনি অনায়াসে আউটপাশ নিয়ে দেশে ফিরতে পারবেন।
তবে যারা দুবাই অথবা ইরান থেকে অবৈধভাবে ওমান প্রবেশ করেছেন, অথবা অন্য যেকোনো দেশ থেকে ওমানে এসে অবৈধ অবস্থায় ছিলেন, তারা বর্তমান আউটপাশ সুবিধা গ্রহণ করতে পারবেন না। তাদের জন্য ওমানের শ্রম মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়তো খুব শীঘ্রই তাদের ব্যাপারেও সু খবর আসতে পারে এমন সংবাদ পাওয়া গেছে বিশ্বস্ত সূত্রে।
আজ মন্ত্রণালয় থেকে যেসকল প্রবাসীর আউটপাশ কনফার্ম করে নামের তালিকা প্রকাশ করেছে, তা দেখতে নিম্নের লিংকে ক্লিক করুন:
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post