ওমানের বারকা অঞ্চলের বারকা বাজারে স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি পার করেছে প্রবাসীরা।
শনিবার রাত ১১ টায় আচমকা বাজারের চারপাশ ঘিরে অভিযানে নামে প্রশাসন, এরপর উপস্থিত প্রবাসীদের সবাইকে একটি যায়গায় জড় করা হয়। শুরু হয় নথিপত্র যাচাই।
যাদের কাছে বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দেওয়া হলেও বৈধ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হওয়া প্রবাসীদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন অভিযানের সময় বারকা বাজার ও এর আশপাশে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো।
সাম্প্রতিক সময়ে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান। বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক পরিদর্শন কার্যক্রম বা তল্লাশি চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়।
এসব অভিযানে হাজারো প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। আতঙ্কে বাংলাদেশিসহ অন্য অনেক প্রবাসী পালিয়ে থেকে নিজেদের রক্ষা করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
