কুয়েতে ২২ ক্যারেট স্বর্ণের ১ গ্রামের মূল্য ২০ দিনারের বেশি দামে বিক্রি হচ্ছে, যা এ যাবত কালের সর্বোচ্চ মূল্য। তবে কমেছে কুয়েতি দিনারের দাম।
গতমাস থেকে হঠাৎ করেই বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে স্বর্ণের মূল্যও বাড়তে থাকে।
বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের ১ গ্রামের দাম ২০ দিনারের বেশিতে পৌঁছেছে, যা কুয়েতের স্বর্ণের বাজারের সর্বকালের শীর্ষ দাম।
সপ্তাহের ব্যবধানে কুয়েতের স্বর্ণের দোকানিরা স্বর্ণের এই মূল্য বাড়িয়েছেন বলে জানা গেছে।
যদিও স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়েই পরিবর্তন হয়।
নিয়ম অনুযায়ী, কুয়েতের প্রত্যেকটি স্বর্ণের দোকানে দেশটির সরকারের দেয়া অনলাইন মূল্য তালিকা রয়েছে।
সাধারণত কুয়েতে স্বর্ণ বিক্রি হয় গ্রাম হিসেবে। ২৪ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ২১.৮৪ কুয়েতি দিনার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ৮২ টাকা।
২২ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ২০.১৪ কুয়েতি দিনার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ হাজার ৪৫৪ টাকা।
২১ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ১৮.৬৭ দিনার বা ৭ হাজার ২৪৬ টাকা।
তাছাড়া ১৮ ক্যারেট ১ গ্রাম স্বর্ণের দাম ১৬.৪০ দিনার, যা বাংলাদেশি টাকায় ৬ হাজার ৬৮ টাকা।
এদিকে পবিত্র রমজান মাসের আগে এক কুয়েতি দিনারের বিপরীতে বাংলাদেশের ৪০০ টাকা পাওয়া গেলেও এখন কুয়েতি দিনারের দরপতন হয়েছে।
বর্তমানে ১ কুয়েতি দিনারের বিপরীতে বাংলাদেশের ৩৭০টাকা পাওয়া যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post