বিদেশী কর্মী নিয়োগে কোটা অনুমোদন স্থগিত করেছে মালয়েশিয়া। অভিবাসী শ্রমিকের সংখ্যা প্রায় ১২ তম মালয়েশিয়া পরিকল্পনার লক্ষ্যে পৌঁছানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম।
মঙ্গলবার সংসদে মন্ত্রীর প্রশ্নোত্তরকালে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৫ সালের মধ্যে বিদেশি কর্মী কোটা মোট কর্মশক্তির ১৫ শতাংশের বেশি হবে না। ইমিগ্রেশন বিভাগের রেকর্ড অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত দেশে প্রায় ২.১৭ মিলিয়ন বিদেশী কর্মী ছিল।
সরকার বিদেশী কর্মীদের জন্য নতুন কোটার উপর স্থগিতাদেশ বজায় রেখেছে। কারণ বিদেশী কর্মীদের সংখ্যা প্রায় ১২ MP’র লক্ষ্যে পৌঁছেছে। তিনি বলেন, বিদেশী কোটা মুক্ত করার সিদ্ধান্তটি আরটিকে ২.০ এর ফলাফলের উপরও নির্ভর করবে, যা অনথিভুক্ত কর্মীদের বৈধ করার জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচি।
নতুন করে আর বিদেশি কর্মী নিয়োগের কোনো আবেদন অনুমোদন করছে না মালয়েশিয়া সরকার। যারা ইতিমধ্যে অনুমোদন নিয়েছেন, তাঁদের কর্মীদের ৩১ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন জমা দিতে হবে। এরপর আর কর্মীদের ভিসার আবেদন নেবে না দেশটি।
যাঁরা ইতিমধ্যে ভিসা নিয়েছেন বা নেবেন; তাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় আগামী ৩১ মে। যদিও শ্রমের ঘাটতির কথা উল্লেখ করে বাণিজ্য গোষ্ঠীগুলি সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post