মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের গার্মেন্টসে বাংলাদেশি দক্ষ নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিদেশে জনশক্তি প্রেরণকারী সরকারী প্রতিষ্ঠান বোয়েসেল।
বিবৃতিতে বোয়েসেল জানায়, জর্ডানের এআরকে গার্মেন্টসে মেশিন অপারেটর হিসেবে ১০০ জন দক্ষ বাংলাদেশি নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তাদের মাসিক ১৭৭ মার্কিন ডলার হিসেবে বেতন দেওয়া হবে।
চাকরির শর্তাবলি
প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন। এছাড়া স্বইচ্ছায় ওভারটাইমের সুযোগ রয়েছে।
তিন বছরের জন্য চাকরির চুক্তি, মেয়াদ শেষ হলে নবায়ন যোগ্য।
নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে।
আরো দেখুনঃ আকর্ষণীয় বেতনে ওমানে চাকরির সুযোগ
চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে মামলা আছে তারা নিয়োগের অযোগ্য হবে।
অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
নির্বাচিত নারী কর্মীদের কোন প্রকার টাকা লাগবে না। শুধুমাত্র মেডিক্যাল ফি বাবদ এক হাজার টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ দুইশত বিশ টাকা খরচ হবে। এছাড়া কোথাও কোন প্রকার টাকার প্রয়োজন হবেনা।
সাক্ষাতের সময় সঙ্গে করে যা আনতে
চার কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙ্গিন ও চার সেট সাদাকালো ফটোকপি।
বর্তমান অফিসের পরিচয় পত্র ও হাজিরা কার্ড।
শিক্ষাগত অথবা অভিজ্ঞতার সনদ যদি থাকে।
আরো পড়ুনঃ ইতালিতে সিজনাল ও নন-সিজনাল কর্মী নিয়োগ
আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র সহ আগামী ২০ ও ২৭ নভেম্বর সকাল ৮টায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর-২ ঢাকা এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে। এ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া প্রার্থীদের কোন জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নেই বলে জানিয়েছে বোয়েসেল।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post