একজন ওমরাহ যাত্রীর আঙুলের ছাপে অনলাইন নিবন্ধনের মাধ্যমে ৪০০ জন বাংলাদেশি ওমরাহ পালনে গিয়েছেন বলে অভিযোগ তুলেছে সৌদি আরব কর্তৃপক্ষ।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমা এশিয়া উইংয়ের কাছে এক জরুরি চিঠিতে এ অভিযোগ করেছে বাংলাদেশের সৌদি দূতাবাস। তবে একজনের আঙুলের ছাপে একাধিক ব্যক্তির ওমরায় যাওয়ার ঘটনাকে ‘অবিশ্বাস্য’ মনে করছে ধর্ম মন্ত্রণালয়, হজ ও ওমরাহ এজেন্সি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সৌদি দূতাবাস চিঠিতে জানিয়েছে, সম্প্রতি ওমরাযাত্রীদের ৪০০ জনের একটি দল সৌদি আরব গিয়েছেন একজনের আঙুলের ছাপ নিয়ে, যা সৌদি আরবের নিয়ম-কানুনের লঙ্ঘন। এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠাতে পারে।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়মকানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরা নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা।
এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে’র সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ২০২২ সাল থেকে সৌদি কর্তৃপক্ষ ই-ভিসা প্রসেসিং সিস্টেম চালু করেছেন।
যার মাধ্যমে বাড়িতে বসে কিংবা যে কোন কম্পিউটার দোকানে গিয়েও ওমরাহ ভিসা প্রসেসিং করা যায়। ওমরার পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে সৌদি আরব কর্তৃপক্ষ। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ ও ওমরা এজেন্সিগুলোর কোন সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল হক জানান, এ রকম ঘটনা কোনোভাবেই সম্ভব নয়। কারণ পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন সৌদি কর্তৃপক্ষ। এতে সরকারের করণীয় নেই। তবুও হজ-ওমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post