পঞ্চগড়ে একমাস বয়সী কন্যা সন্তানকে বিক্রির জন্য বাজারের তোলার ঘটনা ঘটেছে। সন্তান বিক্রির কথা শুনে এক বয়োবৃদ্ধ ব্যক্তি শিশুটিকে মাত্র ২ হাজার ৫শ টাকায় কিনে নেন। এর কিছুক্ষণ পর শিশুটিকে আবার ফিরিয়ে নেন ওই নারী।
জানা গেছে, সন্তান বিক্রি করতে আসা ওই নারী একজন মানসিক ভারসাম্যহীন নারী। তিনি জেলার বিভিন্ন হাটবাজারে ভবঘুরে হয়ে বেড়ান। স্থানীয়রা জানায় তার বাড়ি আটোয়ারী উপজেলায়। তবে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানান, এক নারী তার এক মাস বয়সী কন্যা শিশুকে কোলে নিয়ে মেডিসিন রোডে এসে বিক্রি করতে চান। দামও হাকান। এ সময় শহরের ট্রাক টার্মিনাল এলাকার বৃদ্ধ মেকানিক ইসমাইল হোসেন নামের এক বৃদ্ধের সঙ্গে তার দাম নিয়ে দর কষাকষিও হয়। পরে ২ হাজার ৫শ টাকা দিয়ে শিশুটিকে কিনে নেন ওই বৃদ্ধ ব্যক্তি। তবে বিক্রির বেশ কিছু সময় পর এসে শিশুটিকে ফেরত নিয়ে নেন ওই নারী।
শিশুটিকে কিনতে যাওয়া বৃদ্ধ ব্যক্তি জানান, তিনি শহরের মেকানিকের কাজ করেন। বাজারে এসে দেখেন এক নারী তার কোলের শিশুকে বিক্রি করতে চাইছেন। তার নিজের ভাগ্নির কোনো সন্তান নেই। তাই তার জন্য শিশুটিকে প্রথমে ২ হাজার টাকা দিয়ে কিনতে চান।
কিন্তু ওই নারী দাম বেশি চাইলে আরও ৫শ টাকা দিয়ে বাঁচাটিকে কিনে নেন। তবে শিশুটিকে কিনে রাখতে পারেননি তিনি। এর কিছুক্ষণ পর ওই নারী আবার দৌড়ে এসে টাকা ফেরত দিয়ে বাচ্চাটিকে নিয়ে চলে যান।
এদিকে, বিষয়টি নিয়ে জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, আমরা অবগত নই। তারপরেও বিষয়টি দেখতে সমাজসেবা অফিসারকে অবগত করেছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post