সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে আব্দুল জলিল মুনদার নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
গতকাল শুক্রবার (২২ মার্চ) ইফতারের পর স্ট্রোকজনিত কারণে মক্কার একটি হাসপাতালে তিনি মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, ২০ মার্চ ইতালি থেকে তিনি সপরিবারে ওমরা পালনের উদ্দেশ্য গিয়েছিলেন। ওমরা শেষে দেশে গিয়ে ঈদ করার কথা ছিল তার।
মৃত্যুকালে তিনি দুটি মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গ্রামে। তার মৃত্যুতে ইতালি রোম বৃহত্তর চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাফসির আলম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন গভীর শোক প্রকাশ করেছেন।
রোমের বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারা টিএসসি মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। তিনি লিখেন, ইতালি প্রবাসী সবার প্রিয় ও সদা হাস্যোজ্জ্বল, শান্ত প্রকৃতির আব্দুল জলিল, মাগফেরাতের মাস রমজানে পবিত্র ঘর বায়তুল্লাহর মুসাফির হয়ে ওমরা করার পর ইন্তেকাল করেন। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
প্রবাসীর মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post