বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কুয়েত প্রবাসীদের প্রত্যাশাকে মরুর বালিতে চাপা দিয়েছে বাংলাদেশি ফুটবলাররা। স্থানীয় শেখ জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।
যেসব প্রবাসী বাংলাদেশি বুক ভরা আশা নিয়ে খেলা দেখতে এসেছিলেন, তাদের বড় রকমের হতাশই করেছেন জামাল ভূঁইয়ারা।
বৃহস্পতিবার (২১ মার্চ) ইফতার শেষে বিভিন্ন অঞ্চল থেকে আসা বাংলাদেশিদের উপস্থিতিতে স্টেডিয়ামের চার পাশের গেট জনসমুদ্রে পরিণত হয়। রাত সাড়ে ৮টায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়ার পর দলে দলে গ্যালারিতে প্রবেশ করেন প্রবাসীরা। জার্সি গায়ে পতাকা হাতে মুখে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়।
৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারিতে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যার ৯৫ ভাগই বাংলাদেশের সমর্থক। খেলা শুরুর ৩৫ মিনিট পর্যন্ত এসব প্রবাসী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল।
তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পরপর দুটি গোল এবং সবশেষ ম্যাচ হারের পর বাংলাদেশিদের মধ্যে হতাশার ছাপ ছিলো স্পষ্ট। এ নিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচের ২ টিতেই হারলো জামালরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post