মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জোহর বারু এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিকে আটক করেছে।
শুক্রবার (২২ মার্চ) দেশটির অভিবাসন বিভাগ ওই এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির অভিবাসন বিভাগ জোহর বারুর পরিচালক বাহারুদ্দিন তাহির জানিয়েছে, শুক্রবার (২২ মার্চ) স্থানীয় সময় ১২টা ৩৮ মিনিটের দিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জায়া পুত্র এলাকায় অভিযানটি চালানো হয়েছে। এই অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
জোহর বারুর এই অভিবাসন কর্মকর্তা আরও বলেছেন, আটককৃতদের মধ্যে ৯৮ জন ইন্দোনেশিয়া, ১৯ জন বাংলাদেশি, ১৬ জন মিয়ানমারের, দুই ভিয়েতনামি ও দুই পাকিস্তানি নাগরিক রয়েছেন। অবৈধ এই অভিবাসীদের মধ্যে ২০ জন নারী। আটককৃতদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post