বিমানে মাঝরাতে এক নারী ক্রুকে কামড়ে দিয়েছেন বিমানের মাতাল যাত্রী। যুক্তরাষ্ট্রগামী জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) যাত্রীবাহী বিমানে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রগামী এই বিমানটির গতিপথ পরিবর্তন করে জাপানের রাজধানী টোকিওতে ফিরেয়ে আনা হয়।
বুধবার জাপানি বিমান সংস্থার একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছে, বিমানের নারী ক্রুকে কামড় দেওয়া যাত্রী হলেন ৫৫ বছর বয়সী মার্কিন নাগরিক। বিমানের নারী ক্রুর কাঁধে তার দাঁত বসিয়ে দিয়েছেন। এতে বিমানের ক্রু হালকা জখম হয়েছেন। পরে সেই মাতাল যাত্রীকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে চলতি বছরের জাপানের বিমান চলাচলের ক্ষেত্রে কয়েকটি ঘটনা নিয়ে অনেকেই আলোচনা করছেন। জাপানের বিমান সংস্থাগুলো গত দুই সপ্তাহে চারটি ঘটনায় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে।
হানেদা বিমানবন্দরে গত ২ জানুয়ারি ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। ওই দিন বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সাথে দেশটির উপকূলরক্ষী বিমান বাহিনীর একটি বিমানের সংঘর্ষ হয়। পরে আগুন ধরে যায় পুরো বিমানে। জাপান এয়ারলাইন্সের বিমানের ৩৭৯ আরোহীর সবাই নিরাপদে বেরিয়ে আসলেও উপকূলরক্ষী বিমান বাহিনীর বিমানের ছয় আরোহীর পাঁচজনই পুড়ে মারা যান।
এছাড়া যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে গত রোববার জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) সাথে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের দুর্ঘটনা ঘটে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post