দেশের মাটিতে পা রাখার পরই প্রায় ৪ লাখ টাকার মালামালসহ এক প্রবাসীকে অপহরণ করেছে একটি চক্র। এ ঘটনায় প্রবাসীর বাবার কাছে আরও ১০ লাখ টাকা মুক্তিপণ চায় তারা। যদইও অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃতকে উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ভিকটিম প্রবাসী লাবু মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মো. আমিনুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার ছুটিতে দেশে আসেন ইরাক প্রবাসী লাবু। প্রবাস থেকে বন্ধুর দেওয়া মালামাল বোন রাবেয়াকে পৌঁছে দেওয়ার জন্য বিমানবন্দর থেকে গাজীপুরের কালীগঞ্জে আসেন। সেখান থেকেই রাবেয়া তার সহযোগী ৭-৮ জন নিয়ে লাবুকে জিম্মি করে। পরে অভিযোগ পাওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে অপহরণকারীর বাড়ি থেকে শিকল বাঁধা ভিকটিমকে উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
অপহরণকাণ্ডে অভিযুক্তরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মো. দুলাল মিয়া, নাসিরউদ্দিন ও মেয়ে রাবেয়া বেগম। সম্পর্কে তারা আপন ভাইবোন। সবশেষ বুধবার বিচারের জন্য তাদেরকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post