বিমান উড্ডয়ন ও অবতরণ করার সময় কানের মধ্যে অন্যরকম চাপ তৈরি হয়। যা থেকে কানের পর্দায় ব্যথা, কানে যন্ত্রণা শুরু হয়। এই চাপ থেকে মুক্তি পেতে বিমানে থেকে চুইংগাম দেওয়া হয়। অনেকেই আবার আগাম প্রস্তুতি হিসেবে চুইংগাম নিয়েই বিমানে ওঠেন।
বিমানে ওঠার পর থেকেই নিয়ম অনুযায়ী এয়ারহোস্টেসরা যাত্রীদেরকে যাত্রাপথের সুবিধাগুলোর বিষয়ে জানিয়ে দেন। তবুও এর বাইরে রয়েছে বেশ কিছু নিয়ম, যা অনেকেই জানেন না। বিমানে চড়ে যে কাজগুলো করবেন না , তার মধ্যে অন্যতম হল, চুইংগাম খাওয়া।
বিমান মাটি থেকে উপরে উঠার সময় ও মাটি ছোঁয়ার সময় কানে প্রচণ্ড চাপ তৈরি হয়। যা থেকে কানের পর্দায় ব্যথা, কানে যন্ত্রণা শুরু হয়। এই চাপ থেকে মুক্তি পেতে বিমানে থেকে চুইংগাম দেওয়া হয়। ক্যান্ডি, চকলেটও দেওয়া হয়। সেই চাপ থেকে রেহাই পেতে চুইংগাম খেতে অস্বস্তিত্বে পড়তে হয় না।
বিশেষজ্ঞদের একাংশের দাবি, বিমানে স্বস্তির জন্য চুইংগাম খাওয়া একেবারেই উচিত নয়। চুইংগামের সঙ্গে বায়ু গিলে ফেলি, যাতে কান ও মুখ ফুলে যেতে পারে। পরিবর্তে, আপনি কানে তুলার টুকরো দিয়ে মাঝে মাঝে নাকটি চিমটির মতো ধরে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post