বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও ওমানে দিনদিন উন্নতির দিকে করোনা পরিস্থিতি। নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে দেশটির করোনা মহামারী। আজ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩০২ জন। যা গতকালের তুলনায় ৭৯ জন কম।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১১৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯ হাজার ৬৩৩ জন বা ৯২ শতাংশ রোগী এখন সুস্থ। গত ২৪ ঘণ্টায় নতুন মারা গেছেন ৫ জন এবং এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৩২১ জন।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যেই চলতি মাসে ৩৩ শতাংশ কমেছে ওমানের বিভিন্ন হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে করোনা রোগীদের সংখ্যা। করোনার কারণে গত ৪ অক্টোবর দেশের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে মোট রোগীর সংখ্যা ছিলো ২১০ জন। একমাসে প্রায় ৩৩ শতাংশ বা ৭৫ জন কমে সেই রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন সহ দেশটির বিভিন্ন হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৩০৯ জন। এদের মধ্যে ১৩৪ জন নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) রয়েছেন। সেইসাথে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ৩০৩ জন।
জনগণের মধ্যে সচেতনতা তৈরি হওয়ায় দেশে করোনাভাইরাসের প্রসার দ্রুত কমেছে বলে ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
এদিকে মহামারি করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৩৩ জনের দেহে।
এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী। বুধবার (১১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।
আরো দেখুনঃ ওমানের আউটপাশ ঘোষণা
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বিকেলে পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ১০ হাজার ১১২ জন। মৃত্যু হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৫৩১ জনের।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৮৭৪ জন। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৫ লাখ ৯ হাজার ১৮৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৯৯ জনের।
বৈধ আকামা থাকলে প্রবাসীদের কুয়েত প্রবেশে বাধা নেই
কুয়েতের বাইরে যেসব প্রবাসী ছুটিতে গিয়ে ফ্লাইট বন্ধের কারণে আটকা পড়েছেন তাদের মধ্যে যাদের বৈধ আকামা রয়েছে তারা সবাই দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় নির্দেশনা মেনে তাদের কুয়েতে ঢুকতে হবে। গতকাল মঙ্গলবার দেশটির স্থানীয় ইংরেজি জাতীয় দৈনিক আরব টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরো দেখুনঃ ওমানের দুর্নীতিবাজ মোজাম্মেল
প্রতিবেদনে বলা হয়, যেসব প্রবাসী বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন, তারা যদি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কুয়েত প্রবেশ না করেন, তাহলে তাদের আর প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এটি সম্পূর্ণ মিথ্যা বা গুজব বলে জানিয়েছে কুয়েতের জেনারেল রেসিডেন্সি বিষয়ক বিভাগ।
সেইসঙ্গে এও জানানো হয়েছে, দেশে প্রবাসীদের অনুপস্থিতি সম্পর্কিত আইনে নতুন কিছু সংযুক্ত করা হয়নি। এ ছাড়া বর্তমানে যারা কুয়েতের বাইরে আছেন তারা অনলাইনে তাদের আকামা নবায়ন করতে পারবেন বলেও নিশ্চিত করেছে কুয়েতের রেসিডেন্সি বিভাগ।
কুয়েতের বাইরে থাকা কোনো প্রবাসীর বিরুদ্ধে যদি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন কোনো ব্যবস্থার সিদ্ধান্ত নেয়, তাহলে অবশ্যই আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ প্রশাসনের মাধ্যমে ঘোষণা করে জানানো হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রবাসীরা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর দেশ থেকে পিসিআর সনদ নিয়ে কুয়েত প্রবেশ করতে পারবে। অনলাইনে আকামা নবায়নের সুযোগ থাকলেও যেসব প্রবাসী আকামা নবায়ন করেনি বা যাদের আকামা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে তারা কুয়েতে প্রবেশের সুযোগ পাবেন না।
ওমানে সাদ্দাতের বেহেস্ত দেখুনঃ
সূত্রটি আরও উল্লেখ করেছে, যে সমস্ত রেসিডেন্সি পারমিট বিশেষত আর্টিকেল ২২, অনলাইনে নবায়ন করা হয়েছে এবং যাদের মা-বাবার সন্তানেরা প্রবাসে এসে পড়াশোনা করছেন, তাদের আশ্বস্ত করে বলা হয়েছে যে, ৬ মাসেরও বেশি সময় কুয়েতের বাইরে থাকার পরেও আকামা বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post