মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশিদের প্রতি নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় সবাইকে সঠিক কাগজপত্র নিয়ে দ্বীপদেশটিতে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর থেকেই প্রতিদিন দেশটির উদ্দেশে উড়াল দিচ্ছেন বহু বাংলাদেশি। এসব শ্রমিকদের বেশিরভাগই মালদ্বীপ থেকে ফেরত এসেছিলেন।
এদের মধ্যে কেউ ফেরেন করোনা মহামারির কারণে। আবার কেউ অবৈধভাবে বসবাস করার অপরাধে গ্রেফতার হয়ে ফিরেছেন। মূলত এই মালদ্বীপ ফেরত শ্রমিকদেরই ফের দেশটিতে প্রবেশে জটিলতা বেঁধেছে। ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দর থেকে ফিরে আসার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
এজন্য যারা ফের মালদ্বীপে আসতে চাচ্ছেন, তাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। এতে বাংলাদেশিদের মালদ্বীপের নিয়োগকর্তার মাধ্যমে সঠিক কাগজপত্র নিয়ে তারপর যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নতুন করে মালদ্বীপ আসতে আগ্রহী বাংলাদেশিদের উদ্দেশে বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর বলেন, বাংলাদেশিরা আবারও মালদ্বীপে ফিরতে চাইলে আগে দেশটির নিয়োগকর্তার মাধ্যমে ‘প্রোপার ডকুমেন্ট ক্লিয়ারেন্স’ তথা সঠিক কাগজপত্র নিতে হবে। তারপর মালদ্বীপ যাওয়া যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post